ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের নিষেধাজ্ঞা বড় আঘাত: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সাকিবের নিষেধাজ্ঞা বড় আঘাত: পাপন সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি প্রধান, সঙ্গে সাকিব/ ছবি: বাংলানিউজ

সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিব আল হাসানকে। দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। ভারত সফরের আগে এমন খবর বড় ধাক্কা হয়ে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিসিবি কার্যালয়ে সাকিবকে সঙ্গে নিয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।  

সাকিবের নিষেধাজ্ঞার কথা শুনে বড় আঘাত পেয়েছেন বলে জানান বিসিবি প্রেসিডেন্ট, ‘এর চেয়ে বেশি শকিং কিছু হতে পারে বলে আমার জানা নেই।

আমি একবার নয় বহুবার বলেছি, দুজন খেলোয়াড়ের বিকল্প নাই। অধিনায়ক হিসেবে মাশরাফি, খেলোয়াড় হিসেবে সাকিব। অন্য সব খেলোয়াড়ের বিকল্প পেলেও সাকিবের মতো কোনো খেলোয়াড় আবার আমরা কখনো পাব কিনা জানি না। এবং সাকিব বিশ্বসেরা খেলোয়াড় একথা সবাই জানে। সাকিব না খেলতে পারা আমার জন্য সবচেয়ে বড় আঘাত। ’ 

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমাদের সামনে বড় একটা সিরিজ। এত গুরুত্বপূর্ণ যে এই প্রথম আমরা ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছি এবং এর মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। যত পরিকল্পনা, যত চিন্তাধারা, সবকিছু কিন্তু সাকিবকে নিয়েই করা হয়েছে। ও দলের অধিনায়ক। তবে এটা শুনে রাগ হয়েছে, কিন্তু প্রকাশ করিনি। তবে এটা জেনে আমরা খুশি যে সাকিব আইসিসি’র অ্যান্টি করাপশন ইউনিটকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। ’

আইসিসি’র আকসুর তদন্ত সম্পর্কে কিছুই জানতেন না জানিয়ে পাপন বলেন, ‘একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, সাকিব নিজেই সবচেয়ে বড় সাক্ষী। আমরা, বিসিবি’র সবাই কেউ কিছুই জানতাম না। সেই জানুয়ারি থেকে এই তদন্ত হচ্ছে আমরা জানতাম না। ওরা শুধু সাকিবের সঙ্গেই যোগাযোগ করেছে। আমরা শুধু রেজাল্ট জানতে পেরেছি। সাকিব আমাকে প্রথম বলেছে, এটা অস্বীকার করছি না। ক্রিকেটারদের ধর্মঘটের একদিন পরে আমাকে জানিয়েছে। শাস্তির বিষয়টি আমরা আজ বিকেল পর্যন্ত কেউ জানতাম না। ’ 

তবে এতকিছুর পরও সাকিবের পাশে থাকার বার্তা দিলেন বিসিবি প্রধান, ‘আমার বিশ্বাস, আমাদের সকলকে সাকিবের পাশে থাকতে হবে। ওর খারাপ সময় যাচ্ছে। ওর ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমরা ওর পাশে থাকব, যেকোনো সময়। আশা করি খুব শিগগিরই সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে এবং বাংলাদেশকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।