ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নার-স্মিথের ব্যাটে অজিদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ওয়ার্নার-স্মিথের ব্যাটে অজিদের সিরিজ জয় ছবি:সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে নাকানি-চুবানি খেলো শ্রীলঙ্কা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। আর এই সিরিজ জয়ে অজিদের কাণ্ডারী ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর এ ম্যাচে পেলে হাফসেঞ্চুরি।

বুধবার (৩০ অক্টোবর) ব্রিসবেনের এ ম্যাচে ৯ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করা লঙ্কানরা ১৯ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায়।

জবাবে মাত্র ১৩ ওভারে ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ফিফটিতে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দলটি।

১১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে যদিও প্রথম ওভারেই লাসিথ মালিঙ্গার শিকার হন ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যক্তিগত শূন্য রানে তিনি পেরেরার হাতে ক্যাচ দেন। তবে বাকি গল্পটা শুধুই ওয়ার্নার ও স্মিথময়। অপরাজিত থেকেই তারা মাঠ ছাড়েন। ওয়ার্নার ৪১ বলে ৯টি চারে ৬০ করেন। আর স্মিথ ৩৬ বলে ৬টি চারে ৫৩ করেন।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে সফরকারী শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দলের হয়ে কেউই বলার মতো স্কোর করতে পারেননি। সর্বোচ্চ ২৭ রান আসে কুশল পেরেরার ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে বিলি স্ট্যানলেক, প্যাট কামিন্স, অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।

ওয়ার্নার ম্যাচ সেরা নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।