ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে থাকছেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে থাকছেন রোহিত রোহিত শর্মা-ছবি:সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন রোহিত শর্মা। এর আগে শুক্রবার (০১ নভেম্বর) অনুশীলনের সময় তলপেটে চোট পেলে ভারতীয় এই ওপেনারের খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে ইনজুরি ততটা গুরুতর না হওয়ায় বিসিসিআই ইতোমধ্যে তাকে খেলার ছাড়পত্র দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, নেটে ব্যাটিং করার সময় রোহিত শর্মা তার বাঁদিকের তলপেটে আঘাত পেয়েছিলেন। তবে চোট গুরুতর না হওয়ায় বিসিসিআই’র মেডিকেল টিম তার খেলার ব্যাপারটি নিশ্চিত করছে।

রোহিত ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও শ্রীলঙ্কান নুয়ান নেসেভিরান্তের অধীনে ব্যাটিং অনুশীলন করছিলেন। তবে অনুশীলনের মাঝপথে আঘাত পেলে মাঠ ছেড়ে বেরিয়ে যান ও ফিরে আসেননি।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে আছেন ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব ও ব্যাটিংয়ের মূল কান্ডারি হিসেবে থাকবেন রোহিত। গত ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরিতে দুর্দান্ত ব্যাটিং করা এই ডানহাতি ক’দিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্টে অসাধারণ খেলেন। তার দানবীয় ব্যাটিংয়েই প্রোটিয়ারা তিন ম্যাচের টেস্টে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।

আগামী ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।