ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ সমতায় নিউজিল্যান্ড ২২ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪২ রানের ক্যামিও ইনিংস খেলেন জেমস নিশাম। ছবি:সংগৃহীত

ব্যাটসম্যান ও বোলারদের নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানের জয় তুলে নিল নিউজিল্যান্ড। এরই ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরলো স্বাগতিক দলটি।

রোববার (০৩ নভেম্বর) ওয়েলিংটনে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করা কিউইরা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করে।

জবাবে এক বল বাকি থাকতে ১৫৫ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারী ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৩৯ রান করেন ওপেনার ডেভিড মালান। তবে শেষ দিকে ১৯ বলে ঝড়ো ৩৬ করা ক্রিস জর্ডান কিছুটা আশা জাগালেও সতীর্থদের ব্যর্থতায় আর হয়নি। ৩২ রান আসে অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে।

নিউজিল্যান্ড বোলারদের মধ্যে স্পিনার মিচেল স্যান্টনার সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট দখল করেন টিম সাউদি, লকি ফার্গুসন ও ইশ সোধি।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কিউই কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি ঠিকই, তবে চারজন ব্যাটসম্যান মাঝারিমানের স্কোর গড়েন। শেষ দিকে ২২ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪২ রানের ক্যামিও ইনিংস খেলা জেমস নিশাম দলীয় সংগ্রহ বাড়ান। ৪১ রান রান করেন ওপেনার মার্টিন গাপটিল।

ইংলিশ বোলারদের মধ্যে জর্ডান তিনটি উইকেট নেন।

দারুণ বল করার সুবাদে কিউই স্পিনার স্যান্টনার ম্যাচ সেরা নির্বাচিত হন।

আগামী ৫ নভেম্বর নেলসনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।