ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে জিততে দিল না বৃষ্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
অস্ট্রেলিয়াকে জিততে দিল না বৃষ্টি

ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া যেভাবে ঝড়ো শুরু করেছিল, তাতে মনেই হয়েছিল জয়টা শুধু সময়ের ব্যাপার। কিন্তু বেরসিক বৃষ্টি তা আর হতে দিল কই! ফলে হাতের কাছের জয়কে জলাঞ্জলি দিয়ে বৃষ্টির কাছে মাথা নত করতে হলো। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেল।

ক’দিন আগেই শ্রীলঙ্কাকে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা অজিরা এ ম্যাচেও দাপুটে খেলা প্রদর্শন করে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩.১ ওভারেই উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলে ফেলে।

একপাশে ডেভিড ওয়ার্নারকে বসিয়ে রেখে টর্নেডো চালান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১৬ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন ৩৭ রানের ক্যামিও ইনিংস। কিন্তু এরপরেই বৃষ্টি সব মাটি করে দেয়। ওয়ার্নার ২ রানে অপরাজিত থাকেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের একার লড়াইতে সংগ্রাম চালায় সফরকারী পাকিস্তান। তবে ১২.২ ওভারে প্রথম দফা বৃষ্টি এলে আম্পায়ারা খেলা ১৫ ওভারে নামিয়ে আনেন। শেষ পর্যন্ত পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১০৭ রান করতে পারে। অধিনায়ক ও ওপেনার বাবর ৩৮ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩১ করেন মোহাম্মদ রিজওয়ান।

স্বাগতিক অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন দুটি করে উইকেট পান। অ্যাশটন অ্যাগার একটি উইকেট তুলে নেন।

৫ নভেম্বর ক্যানাবেরায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।