ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

তাইবুর-শুভাগত’র ব্যাটে রাজশাহীর বিপক্ষে ঢাকার লিড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
তাইবুর-শুভাগত’র ব্যাটে রাজশাহীর বিপক্ষে ঢাকার লিড তাইবুর ও শুভাগত

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চতুর্থ রাউন্ডে টায়ার ওয়ানের ম্যাচে  রোববার (০৩ নভেম্বর) দ্বিতীয় দিনে মাঠে নামে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগ। এদিন ব্যাট হাতে নিজেদের সামর্থের প্রমাণ দেন ঢাকার তাইবুর রহমান ও শুভাগত হোম।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে রাজশাহী চেয়ে ৫৪ রানে এগিয়ে আছে ঢাকা। স্কোরবোর্ডে ৪ উইকেটে ২৮৪ রান তোলে নাদিফ চৌধুরীর দল।

এর আগে রাজশাহী প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়।

আগের দিনের বিনা উইকেটে শূন্য রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করে ঢাকা। আব্দুল মজিদ (১৬), সাইফ হাসান (২৮), জয়রাজ শেখ (২১) ও রকিবুল হাসান নিয়মিত বিরতিতে আউট হলে ১০৪ রান তুলতেই ঢাকা ৪ উইকেট হারিয়ে বসে।

এরপর পঞ্চম উইকেট জুটিতে ব্যাট করতে নামেন তাইবুর রহমান ও শুভাগত হোম। তাদের ব্যাটে ভর করেই শক্ত ভিত পায় ঢাকা। রাজশাহীর বোলারদের আস্থার সঙ্গে মোকাবিলা করে দিনের বাকিটা সময় পার করে দেন তারা।

দুজনেই অর্ধশতক তুলে সেঞ্চুরির কাছে পৌঁছান। ১৮০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন তাইবুর ও শুভাগত। তাইবুর ৯৩ এবং শুভাগত ৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

বাংলাদেশ সময়ঃ ২০২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।