ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের সঙ্গে জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
ভারতের সঙ্গে জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ নভেম্বর) রাতে বঙ্গভবন প্রেস উইং এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পৃথকভাবে এ কথা জানানো হয়।

সাকিব-তামিমকে ছাড়াই মুশফিক-সৌম্যদের দুর্দান্ত ইনিংসে ভর করে ভারতের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় লাল-সবুজের জার্সিধারীরা।

টসে হেরে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান করে। জবাবে ১৪৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। ৭ উইকেটের এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।