ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট দলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
বাংলাদেশ ক্রিকেট দলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে এক অভিনন্দন বার্তায় তিনি খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের কোচ, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।  

অভিনন্দন বার্তায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় অবিস্মরণীয় ও গৌরবের।

 ক্রিকেটারদের লড়াই করার এ মানসিকতা অব্যাহত থাকবে বলেই আমার বিশ্বাস।

সিরিজের পরবর্তী সব খেলায়ও বাংলাদেশ ক্রিকেট দলের জয় অব্যাহত থাকবে বলে তিনি অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এইচএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।