ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মানসিক বাধা পেরিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
মানসিক বাধা পেরিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহমুদউল্লাহ/ফাইল ছবি

দিল্লিতে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল ‘মানসিক বাধা’। এর আগে কয়েকবার ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের ভুলে হারতে হয়েছে। তবে এবার সেই ধাক্কা কাটিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ভারত বধ করেছে টাইগাররা। আর এই এক জয়েই বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের পালে লেগেছে জোর হাওয়া। এবার সেই আত্মবিশ্বাসের জোরে দ্বিতীয় ম্যাচ জিতে ইতিহাস গড়তে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মানসিক যে বাধা ছিল, তা থেকে কিছুটা হলেও আমরা বেরিয়ে এসেছি।

আমি মনে করি, টি-টোয়েন্টিতে এমন সুযোগ খুব কমই আসে। এটা নির্ভর করে আপনি কীভাবে নিজেকে শান্ত রেখে এবং নিজেদের দক্ষতার ব্যবহার করে ম্যাচ জিতে নিচ্ছেন। ’

প্রথম ম্যাচ জেতার পর যে আত্মবিশ্বাস জমা হয়েছে তা দ্বিতীয় ম্যাচে ভালো করতে সহায়তা করবে বলেই বিশ্বাস বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের, ‘আমি মনে করি, এটা দারুণ সুযোগ, বিশেষ করে যখন আপনি সিরিজের প্রথম ম্যাচটা জিতে যাবেন। আমার ধারণা দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী এবং আশা করি কাল আমরা ভালো কিছু করে দেখাতে পারব। ’

সম্প্রতি বড় ধরনের উলটপালট ঘটে গেছে বাংলাদেশের ক্রিকেটে। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ক্রিকেটারদের ধর্মঘট শেষ না হতেই দলের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসানের দুই বছর নিষিদ্ধ হওয়ার ঘটনা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে বলেই ধারণা ছিল অনেকের। কিন্তু সেসব পেরিয়ে ভালো শুরু করেছে বাংলাদেশ। এবার সিরিজ জিততে পারলে সেই অন্ধকারে আলোর ঝলকানি পড়বে বলে ধারণা রিয়াদের।

তিনি বলেন, ‘আপনি যদি সাম্প্রতিক ঘটনাপ্রবাহের দিকে খেয়াল করেন, বাংলাদেশের ক্রিকেটে যা হচ্ছে, সিরিজটা জিততে পারলে এটা বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে। ভারতকে হারাতে হলে আমাদের ভালো খেলতে হবে। ভারত তাদের ঘরের মাটিতে এবং বিদেশের মাটিতেও অনেক শক্তিশালী দল। ফলে প্রথম বলে থেকেই আমাদের সেরাটা খেলতে হবে। ’

ভারতকে তাদের ঘরের মাটিতে হারিয়ে সিরিজ জিততে পারা অনেক বড় অর্জন হবে বলে মত মাহমুদউল্লাহ’র, ‘ঘরের মাটিতে ভারত অনেক শক্তিশালী দল এবং এটা তারা বিগত ১১-১২ বছর ধরেই প্রমাণ করে আসছে। জিততে পারলে সেটা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। আমরা ভারতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছি, তাই আমরা যদি জিততে পারি সেটা হবে আমাদের জন্য বিশাল এক অর্জন। ’

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।