ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরনিয়াবাত স্টেডিয়ামে উন্নত ড্রেনেজ ব্যবস্থা চান আশরাফুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
সেরনিয়াবাত স্টেডিয়ামে উন্নত ড্রেনেজ ব্যবস্থা চান আশরাফুল ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল

বরিশাল: আবদুর রব স্টেডিয়ামে উন্নত ড্রেনেজ ব্যবস্থা চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তিনি বলেন, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচের জন্য উপযোগী। তবে এখানকার ড্রেনেজ ব্যবস্থা যদি উন্নত করে ফেলা হয় তাহলে আরও সুন্দর হবে।

এখানে উন্নত ড্রেনেজ ব্যবস্থা দরকার।

শুক্রবার (৮ নভেম্বর) বরিশাল নগরের হোটেল গ্রান্ড পার্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব বলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

তিনি বলেন, বরিশালে ভালোমানের হোটেল রয়েছে, ফ্লাইটের ব্যবস্থা হয়েছে। আমি মনে করি এখানে আন্তর্জাতিক ম্যাচ দিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমএস/এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।