ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্লাইন্ড ক্রিকেট টিমের জয়ে সাফওয়ান সোবহানের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ব্লাইন্ড ক্রিকেট টিমের জয়ে সাফওয়ান সোবহানের অভিনন্দন

ঢাকা: নিউজিল্যান্ডে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের জয়ে অভিনন্দন জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। 

নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ফরম্যাটে সাতটি খেলার পাঁচটিতে জয়লাভ করেছে লাল-সবুজের দল। এই খেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

ফজলে রাব্বী মোপাশা, মঈন ইকবাল, দিদারুল আলম চৌধুরী, ড. হারুন উর রশিদ বাবু ও জাহিদ হাসান এই ক্রিকেট দলের নেতৃত্ব দেন।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্লাইন্ড ক্রিকেট দলের বিজয়ে তিনি অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট টিম গত সপ্তাহে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। বিজয়ী এ দল আগামী ১২ নভেম্বর দেশে ফিরবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।