ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমার্জিং এশিয়া কাপে জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ইমার্জিং এশিয়া কাপে জন্য বাংলাদেশের দল ঘোষণা বাংলাদেশ ইমার্জিং দল: ছবি-সংগৃহীত

ঘরের মাটিতে ইমার্জিং এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের ইমার্জিং দল ঘোষণা করা হয়। 

আয়োজক বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেনকে শান্তকে। এছাড়া দলে আছেন জাতীয় দলের চার ক্রিকেটার সৌম্য সরকার, নাঈম শেখ, আফিফ হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

বর্তমানে এই চার ক্রিকেটারই আছেন ভারত সফরে।  

১৪ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ইমার্জিং এশিয়া কাপের যাত্রা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে আছে শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান।

ইমার্জিং এশিয়া কাপের সময়সূচি ও ভেন্যুবাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি, মাহাদী হাসান।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।