ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
শুরু হচ্ছে প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্টের ৪৪টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) বিকালে সেগুনবাগিচার ডিআরইউ'র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা।

সংবাদ সম্মেলনে ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, প্রাণের হেড অব কর্পোরেট নূরুল আফসার, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আফজাল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ শুরু হচ্ছে। এবারের টুর্নামেন্টে ৪৪টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পর্বের এই আসরে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেলবে।  

এদিকে, লটারির মাধ্যমে আটটি গ্রুপের মধ্যে টিমগুলো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গ্রুপ ‘এ’র টিমগুলোর মধ্যে রয়েছে গতবারের কোয়াটার ফাইনালিস্ট বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, আমার সংবাদ, ডেইলি সান, ডেইলি স্টার ও মানবজমিন।

গ্রুপ ‘বি’র টিমগুলোর মধ্যে রয়েছে গতবারের কোয়াটার ফাইনালিস্ট জাগো নিউজ, দিনকাল, ভোরের কাগজ, আজকালের খবর ও সময় টিভি।

গ্রুপ ‘সি’তে আছে গতবারের কোয়াটার ফাইনালিস্ট চ্যানেল টোয়েন্টিফোর, সংবাদ প্রতিদিন, আমাদের অর্থনীতি, বার্তা টোয়েন্টিফোর ও নিউ নেশন।

গ্রুপ ‘ডি’ তে আছে গতবারের কোয়াটার ফাইনালিস্ট চ্যানেল আই, দৈনিক সংগ্রাম, ৭১ টিভি, যায় যায় দিন, যুগান্তর ও জনকন্ঠ।

গ্রুপ ‘ই’র টিমগুলো হলো গতবারের কোয়াটার ফাইনালিস্ট আরটিভি, ঢাকা টাইমস, জিটিভি, নয়াদিগন্ত, এটিএন নিউজ ও কালের কণ্ঠ।

গ্রুপ ‘এফ’ এর টিমগুলোর মধ্যে রয়েছে গতবারের কোয়াটার ফাইনালিস্ট ইনকিলাব, বাসস, ইত্তেফাক, এসএ টিভি ও সমকাল।

গ্রুপ ‘জি’তে আছে গতবারের কোয়াটার ফাইনালিস্ট বিডি নিউজ, বাংলাদেশের খবর, রাইজিং বিডি, এনটিভি, সময়ের আলো ও একুশে টিভি।

গ্রুপ ‘এইচ’ এর টিমগুলোর মধ্যে রয়েছে গতবারের কোয়াটার ফাইনালিস্ট আলোকিত বাংলাদেশ, এশিয়ান মেইল, আমাদের সময়, ঢাকা ট্রিবিউন, জাগরণ ও এশিয়ান টিভি।

আটটি টিমে ৫টি করে দল হলেও ৪টি টিমকে লটারির মাধ্যমে অন্তর্ভূক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘন্টা, নভেম্বর ১১, ২০১৯
এসএমএকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।