ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে নেই কোনো বাংলাদেশির নাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
পিএসএলে নেই কোনো বাংলাদেশির নাম ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিদেশি কোটার প্লেয়ার্স ড্রাফটে এখনও জায়গা পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। বুধবার (১৩ নভেম্বর) প্লাটিনাম ক্যাটাগরিতে ২৮ বিদেশির নাম ঘোষণা করলেও সেখানে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।

আগামী ২১ নভেম্বরের আগে প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিলাম অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বোর্ডের একাধিক সূত্র।

প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে আট দেশের ক্রিকেটার। সর্বোচ্চ ৭ জন আছেন ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার ৬ জন, ওয়েস্ট ইন্ডিজের ৫ জন, অস্ট্রেলিয়ার ৩ জন, আফগানিস্তানের ৩ জন, শ্রীলঙ্কার ২ জন, নিউজিল্যান্ডের একজন আর নেপালের একজন সুযোগ পেয়েছেন বিদেশি ক্রিকেটারের এই ক্যাটাগরিতে।

আগামী ২১ নভেম্বরের আগে পিসিবি থেকে আরও একটি তালিকায় দেওয়া হবে। সেখানে থাকবে ডায়মন্ড, গোল্ড, সিলভার আর ইমার্জিং ক্রিকেটারের তালিকা।

যারা আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে
ইংল্যান্ড: মঈন আলি, হ্যারি গার্নে, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ এবং জেসন রয়
দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, জেপি ডুমিনি, কলিন ইনগ্রাম, রিলে রুশো, ডেল স্টেইন এবং ইমরান তাহির
ওয়েস্ট ইন্ডিজ: কার্লোস ব্রাথওয়েইট, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, সুনীল নারাইন এবং কাইরন পোলার্ড
আফগানিস্তান: রশিদ খান, মুজীর উর রহমান এবং মোহাম্মদ নবী
অস্ট্রেলিয়া: ড্যান ক্রিস্টিয়ান, বেন কাটিং এবং ক্রিস লিন
শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং থিসারা পেরেরা
নিউজিল্যান্ড: কলিন মুনরো
নেপাল: সন্দীপ লামিচান

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।