ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে দল পেলেন না আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
বিপিএলে দল পেলেন না আশরাফুল মোহাম্মদ আশরাফুল।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের বিশেষ এই আসর পরিচালনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফ্ট। আর এই প্লেয়ার ড্রাফ্টে শেষ পর্যন্ত অবিক্রিত রয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল।

প্লেয়ার ড্রাফ্টে আশরাফুল ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন। যার মূল্য ছিল ১২ লাখ টাকা।

প্রতিটি দলে কমপক্ষে নয় জন করে দেশি ক্রিকেটার থাকা বাধ্যতামূলক। কিন্তু প্লেয়ার ড্রাফ্টে অংশগ্রহণকারী সাতটি দলের কেউই আশরাফুলকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। ফলে অবিক্রিত অবস্থায় থেকে যান আশরাফুল।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আরএআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।