ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ছবি: বাংলানিউজ

এসিসি ইমার্জিং টিমস কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিক বাংলাদেশ।

আর শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয় আফগানিস্তান। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪।

নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে সৌম্য-নাঈম-শান্তরা নেপালকে ৮ উইকেটে হারিয়েছে। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে টানা তিন জয় পাওয়া স্বাগতিক বাংলাদেশ।

ওমানকে ১৪৭ রানে হারিয়ে তিন ম্যাচের সবকটিতে জিতেছে পাকিস্তান। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তানিরা। এদিকে, ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে হংকংকে ১২০ রানে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয় ভারত। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার (২০ নভেম্বর) প্রথম সেমিতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২১ নভেম্বর মিরপুরে দ্বিতীয় সেমিতে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শনিবার (২৩ নভেম্বর) মিরপুরে হবে ফাইনাল।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।