ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-১০ ক্রিকেটে রেকর্ড ইনিংস খেললেন ক্রিস লিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টি-১০ ক্রিকেটে রেকর্ড ইনিংস খেললেন ক্রিস লিন ক্রিস লিন-ছবি:সংগৃহীত

আবুধাবির টি-টেন ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরিয়ান থেকে বঞ্চিত হলেন ক্রিস লিন। তবে ৩১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলার পর ঠিকই আসরটির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

লিন পেছনে ফেলেছেন ২০১৮ অসরে ৩২ বলে ৮৭ করা ইংল্যান্ড ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের রেকর্ডকে।

লিনের দানবীয় ব্যাটিংয়ে বড় জয় তুলে নেয় তার দল মারাঠা অ্যারাবিয়ানসও।

প্রথমে ব্যাট করা অ্যারাবিয়ানস নির্ধারিত ১০ ওভারে লিনের ব্যাটে ভর করে মাত্র দুই উইকেট হারিয়ে ১৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে টিম আবুধাবি ৩ উইকেট হারিয়ে ১১৪ করতে সমর্থ্য হয়।

ডানহাতি ব্যাটসম্যান লিন তার ইনিংসে ৯টি চারের সঙ্গে ৭টি বিশাল ছক্কা হাঁকান। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ৩০৩.৩৩।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।