ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বাড়তি জনপ্রিয়তায় ৯ দলের আইপিএল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
বাড়তি জনপ্রিয়তায় ৯ দলের আইপিএল! ছবি: সংগৃহীত

গত কয়েক বছর আটটি দল নিয়ে আইপিএল অনুষ্ঠিত হলেও জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার একটি দল বাড়ানোর চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের সংখ্যা বাড়লে টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডটি।

আট থেকে বেড়ে আইপিএলের টুর্নামেন্ট হতে পারে ৯ দলের। ২০২০ সালের আইপিএল থেকেই বাড়তে পারে একটি দল।

তবে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইছে, টুর্নামেন্ট হোক ১০ দলের। তবে তা এখনই সম্ভব নয় বলে আপাতত ৯ দল নিয়ে পরের টুর্নামেন্ট আয়োজনে ইচ্ছুক তারা।

আগামী বছরের আইপিএলের জন্য ক্রিকেটার ছেড়ে দেওয়া এবং ধরে রাখার পর্ব প্রায় শেষ। ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আইপিএলের নিলাম।

দলের সংখ্যা যদি সামনের বছর থেকেই বাড়ানো হয় এবং টুর্নামেন্ট যদি ৯ দলের হয়, তা হলে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ৭৬টি।

ভারতীয় গণমাধ্যমে জানানো হচ্ছে, কয়েকদিনের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র দেওয়া হবে। আনুমানিক দর হতে পারে দুই হাজার কোটি টাকা। এরই মধ্যে একাধিক প্রতিষ্ঠান লিগে দল কিনতে আগ্রহী হয়ে উঠেছে।

নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখা যেতে পারে আহমেদাবাদকে। ঘরের মাঠ হিসেবে মোতেরার সর্দার প্যাটেল স্টেডিয়ামকে তারা নির্বাচন করেছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।