ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে: ডমিঙ্গো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে: ডমিঙ্গো

ইডেন গার্ডেন থেকে: কলকাতার ইডেন গার্ডেনের ২২ গজে ইমরুল কায়েস ও সাদমান ইসলাম, এতেই ইতিহাসের অংশ হয়ে যায় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে প্রথমবার দিবারাত্রির টেস্টে গোলাপি বলে মুমিনুল হকের দল। তবে দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৬৮ রানে এগিয়ে ভারত।

কিন্তু ইতিহাসটা আর রাঙ্গাতে পারেনি টাইগাররা। শুক্রবার (২২ নভেম্বর) ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় কলকাতা টেস্টের প্রথম দিনে পুরোপুরি ব্যাকফুটে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়। দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৭৪ রান।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, আত্মবিশ্বাসের অভাবেই ব্যাটসম্যানরা খেলতে পারেননি।  

ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে। এছাড়াও বাংলাদেশের ক্রিকেটাররা এ ধনের বোলিং লাইনআপের বিপক্ষেও কোনো দিন খেলেনি। এমনকি ঘরোয়া ক্রিকেটও এ ধরনের বোলারদের মুখোমুখি হয়নি কখনো। মানসিক ও টেকনিক্যাল দিক থেকে দলের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। ’

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আরএআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।