ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

আমরা অভিজ্ঞতায় পিছিয়ে আছি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আমরা অভিজ্ঞতায় পিছিয়ে আছি

ইডেন গার্ডেন থেকে: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ১৯ বছর পার করেছে। কিন্তু এতো বছর পরও ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশের বলা মতো কোনো অর্জন নেই। টেস্ট ক্রিকেটে গোলাপি বলে বাংলাদেশের অভিষেক হয়েছে শুক্রবার (২২ নভেম্বর)।

অভিষেক এই টেস্টটির শুরুটা বাংলাদেশ মনের মতো করে পার করতে পারেনি। ভারতের বিপক্ষে প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে টাইগাররা।

দুই দলই প্রথমবার দিবারাত্রির টেস্ট খেলতে নামে। কিন্তু তাদের পারফরম্যান্সে ব্যাপক পার্থক্য দেখা যায়।

এর কারণ অনুসন্ধান করে বাংলাদেশ দলের প্রধান কোচ জানান, টেস্টে বাংলাদেশের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।

কলকাতা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় আমাদের টেস্ট খেলায় ঘাটতি রয়েছে। দুই দলের পারফরম্যান্সে তাই ব্যাপক ব্যবধান। কোহলি শেষ বছরে ২৬টি টেস্ট খেলেছেন। আর বাংলাদেশের সব ক্রিকেটার মিলে ১৬টি টেস্ট খেলেছেন। এখানেই পার্থক্যটা। আমরা অভিজ্ঞতায় পিছিয়ে আছি। ’

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।