ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

শিরোপা জিততে বাংলাদেশের টার্গেট ৩০২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
শিরোপা জিততে বাংলাদেশের টার্গেট ৩০২ ছবি: বাংলানিউজ

ঘরের মাঠে আয়োজিত ইমার্জিং এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল উড়ন্ত ছন্দ ধরে রেখে ফাইনালে উঠেছে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩০১ রান।

শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ২।

ছবি: বাংলানিউজব্যাটিংয়ে নেমে শুরতেই উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ওমাইর উইসুফকে (৪) বিদায় করেন সুমন খান। আরেক ওপেনার হায়দার আলিকেও (২৬) বিদায় করেন সুমন খান। দলীয় ৪১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তিন নম্বরে নামা রোহাইল নাজির করেন ১১৩ রান। তার ১১১ বলে সাজানো ইনিংসে ছিল ১২টি চার আর তিনটি ছক্কার মার।

দলীয় ১৫৮ রানের মাথায় বিদায় নেন ইমরান রফিক। তার আগে ৮৮ বলে করেন ৬২ রান। শেষ দিকে দলপতি সৌদ শাকিল ৪০ বলে ৪২ আর খুশদিল শাহ ১৬ বলে করেন ২৭ রান। ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন আমাদ বাট।

ছবি: বাংলানিউজবাংলাদেশের সুমন খান তিনটি, হাসান মাহমুদ দুটি আর মেহেদি হাসান একটি করে উইকেট পান। উইকেট পাননি সৌম্য সরকার, তানভীর ইসলাম আর আফিফ হোসেন।

এর আগে সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান। আসরের প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখেছে পাকিস্তানের যুবারা।

ছবি: বাংলানিউজটুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে উড়িয়ে দেয় সৌম্য-শান্ত-নাঈমরা। এরপর ভারতের বিপক্ষে জেতে ৬ উইকেটের ব্যবধানে। নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠে টাইগার যুবারা। সেমিতে আফগানদের হারিয়ে নাম লেখায় ফাইনালে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।