ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বলের টেস্ট আড়াইদিনও খেলতে পারল না বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
গোলাপি বলের টেস্ট আড়াইদিনও খেলতে পারল না বাংলাদেশ  ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা: ছবি-সংগৃহীত

শেষ পযর্ন্ত ইনিংস ‍পরাজয়ের হার এড়াতে পারল না বাংলাদেশ। ইন্দোর টেস্টের পর ইডেন টেস্টেও ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবতে হলো টাইগারদের। ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে তৃতীয় দিনে এসে ইনিংস ও ৪৬ রানে হেরেছেন মুমিনুল হকরা। ফলে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশড বাংলাদেশ।

এই নিয়ে রেকর্ড টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জিতল ভারত। পাশাপাশি প্রথমবারের মতো টানা ৭ টেস্টে জয় পেলো তারা।

এছাড়া এবারই প্রথম এক টেস্টে ভারতের পেসাররাই প্রতিপক্ষের ১৯ উইকেট (মাহমুদউল্লাহ রিটায়ার্ড হার্ট হওয়ায় আউট হোননি) নিয়েছে। যা আগে কখনো ঘটেনি।

রোববার (২৪ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ খেলতে পারলো মাত্র ৯ ওভারের মতো। তাতে ৪১.১ ওভারে ১৯৫ রানে শেষ হয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। এর আগে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১০৬ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারত দ্বিতীয় দিন অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।

ব্যক্তিগত ৫৯ রানে এবাদত হোসেনকে নিয়ে তৃতীয় দিন শুরু করেন মুশফিক। কিন্তু স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই উমেষ যাদবের বলে সাজঘরে ফেরেন এবাদত (০)। এরপর মুশফিক চেষ্টা করতে থাকেন দলকে টেনে তোলার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রবীন্দ্র জাদেজার এক ওভারে দুটি চার হাঁকানোর পর পরের ওভারে যাদবকে উড়িয়ে মারতে গিয়ে তিনি জাদেজার হাতে বন্দী হলে সব আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। ৯৬ বলে ১৩ চারে ৭৪ রানে সাজঘরে ফেরেন মুশি।

এর পরপরই নবম উইকেট হিসেবে আল-আমিন হোসেন (২১) যাদবের পঞ্চম শিকারে পরিণত হলে শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস। ২ রানে অপরাজিত ছিলেন আবু জায়েদ। আগেরদিন চোটের কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এদিন আর মাঠে নামেননি। বাংলাদেশ মেনে নেয় ইনিংস পরাজয়। দ্বিতীয় দিন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ৪১ বলে ৩৯ রান করে মাঠ থেকে উঠে যান মাহমুদউল্লাহ।  

কেবল মাহমুদউল্লাহ নন, ইডেন টেস্টে প্রথম ইনিংসে চোট পেয়ে ম্যাচ থেকেই ছিটকে যান লিটন দাশ ও নাঈম হাসান। তাদের পরিবর্তে সুযোগ পান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে দুজনই আগেরদিন ব্যাটিংয়ে তেমন অবদান রাখতে পারেননি। যার ফলে মুশফিকের ফিফটির উপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৩২.৩ ওভারে ৬ উইকেটে ১৫২ রানে দ্বিতীয় দিন পার করে বাংলাদেশ।  

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশকে ডুবিয়েছে ভারতীয় পেসাররা। টাইগারদের দ্বিতীয় ইনিংসে ইশান্ত শর্মা নিয়েছেন ৪ উইকেট। সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন উমেশ যাদব। তবে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইশান্ত। প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও উঠেছে এই ভারতীয় পেসারের হাতে।

বাংলাদেশের বিপক্ষে টানা দুই টেস্টে সিরিজ ব্যবধানে জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ৭ ম্যাচে ৭ জয়ে তাদের টিম ইন্ডিয়ার পয়েন্ট ৩৬০। অন্যদিকে ২ ম্যাচের মধ্যে দুটিতেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে বাংলাদেশ। ৩ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে ১০ স্থানে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।