ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে পারিনি: মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে পারিনি: মুমিনুল মুমিনুল হক

ভারত সফরে বাজে হার দিয়েই শেষ করলো বাংলাদেশ। ইন্দোরের মতো কলকাতা টেস্টেও ইনিংস হার দেখেছেন মুমিনুল হকের নেতৃত্বে দলটি। যেখানে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমেছিল টাইগাররা। তবে ভারতীয় পেসারদের সামনে যেন ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্নই দেখলো তারা।

এবারই প্রথম এক টেস্টে ভারতের পেসাররাই প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছে। যা আগে কখনো ঘটেনি।

পুরো টেস্টেই দাপট দেখিয়ে স্বাগতিক বোলাররা। বাংলাদেশের ফাস্ট বোলাররাও ভালো করেছে, তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় আড়াই দিনও ঠিক মতো টিকতে পারেনি লাল-সবুজরা।

ইডেন গার্ডেন্সে বাংলাদেশে প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৯৫-তে শেষ। আর ভারত তাদের একমাত্র ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রানে ঘোষণা করে। বাংলাদেশ ম্যাচ হেরে যায় এক ইনিংস ও ৪৬ রানে। ফলে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশড হয় সফরকারীরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের দলপতি মুমিনুল হক বলেন, ‘অবশ্যই, দু’দলের মাঝে ব্যবধানটা ভাবার বিষয়। আমাদের শেষ দুটি ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। গোলাপি বলের নতুন বল বেশ চ্যালেঞ্জিং। আমরা নতুন বলের এই চ্যালেঞ্জ নিতে পারিনি। তবে ম্যাচ হারলেও, এখানে অনেক ইতিবাচক দিক ছিল। এবাদত ভালো বল করেছে। রিয়াদ ভাই (মাহদুউল্লাহ) ও মুশফিক ভাই (রহিম) ভালো ব্যাটিং করেছেন। আমরা যদি উইকেটের দিকে দেখি, পরে ব্যাট করাটা খুব একটা পার্থক্য গড়ে দিত না। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।