ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টে ভালো করতে আরও সময় চান মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
টেস্টে ভালো করতে আরও সময় চান মুমিনুল মুমিনুল হক/ফাইল ছবি

কলকাতা থেকে: গোলাপি বলের দিবারাত্রির টেস্টে বাংলাদেশের শুরুটা হলো ভয়াবহ। ভারতের বিপক্ষে আড়াই দিনও টিকতে পারেনি রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। হেরেছে ইনিংস ও ৪৬ রানের বড় ব্যবধানে। ভারতীয় পেসারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ দল প্রমাণ করেছে, অভিজ্ঞতার পাশাপাশি স্কিলেও অনেক পিছিয়ে আছে তারা। তবে সমস্যা যখন আছে, সমাধানও নিশ্চয়ই আছে। তবে এজন্য সময় চান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানান, এই ম্যাচের ফলাফলের পেছনে দলগতভাবে খেলতে না পারাই দায়ী। তাই ফালফলটা তাদের বিপক্ষে গিয়েছে।

মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় আমরা টিম হিসেবে খেলতে পারিনি। বিশেষ করে ব্যাটিংয়ে। বোলাররা ভালো বল করেছে। আমার মনে হয়ে উন্নতি করার অনেক জায়গা আছে, সেগুলো উন্নতি করতে পারলে সামনে অনেক টেস্ট ম্যাচ আছে, ভালো করতে পারব। ’

প্রথমবারের মতো খেলতে নামায় গোলাপি বলের চ্যালেঞ্জটা বাংলাদেশ নিতে পারনি বলেও মনে করেন তিনি, ‘আমার কাছে মনে হয় লাল বলের চেয়ে গোলাপি বলের চ্যালেঞ্জটা বেশি থাকে। বিশেষ করে নতুন বলে চ্যালেঞ্জটা বেশি। আমরা যদি নতুন বলের চ্যালেঞ্জ নিতে পারতাম আপনি দেখেন যে শেষের দিকে শিশির পড়ার পর জিনিসটা সহজ হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় গোলাপি বলের টেস্টে নতুন বলের চ্যালেঞ্জটা বেশি, যেটার চ্যালেঞ্জটা নিতে পারিনি। যে কারণে পিছিয়ে গেছি। ’

টেস্টে বাংলাদেশের এমন দুর্দশা থেকে বের হয়ে আসতে সময় প্রয়োজন বলে মনে করেন মুমিনুল, ‘আমরা অনেক কম টেস্ট খেলি। আমার কাছে মনে হয় সামনে অনেক টেস্ট ম্যাচ আছে। প্রায় ১০টা টেস্ট ম্যাচ আছে। আমরা যখন অনেক টেস্ট ম্যাচ খেলবো সমস্যাগুলো আস্তে আস্তে ওভারকাম হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।