ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
ভারত-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু পরিবর্তন ওয়াংখেড়ে স্টেডিয়াম

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন টি-টোয়েন্টি সিরিজের দু’টি ম্যাচের জন্য ভেন্যু পরিবর্তন করেছে বিসিসিআই। ০৬ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচটি হবে হায়দরাবাদে এবং ১১ ডিসেম্বর ফাইনাল বা তৃতীয়টি হবে ওয়াংখেড়েতে। 

শুক্রবার (২২ নভেম্বর) মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জয় নায়েক এবং সাবেক এমসিএ প্রেসিডেন্ট আশিষ শেলার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় সাহাকে অবহিত করেন যে, ০৬ ডিসেম্বর মুম্বাই পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। কারণ এই সময় বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী এবং আম্বেদকর জয়ন্তী উৎসব পালিত হবে।

 

যার ফলে বিসিসিআই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজহারউদ্দীনকে অনুরোধ করে ম্যাচটি সরিয়ে নিয়ে হায়দরাবাদে আয়োজন করার। আজহারউদ্দীন তাতে রাজি হয়েছেন।  

গতবছরও ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটিতে ভেন্যু পরিবর্তন করতে হয়েছিল। প্রশাসনিক ইস্যুতে ওয়াংখেড়ে থেকে স্থানান্তরিত করে ভারতের ব্রাবোর্ন স্টেডিয়ামে খেলা হয় ম্যাচটি।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।