ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টকে এগিয়ে নিতে বাংলাদেশকে কোহলির পরামর্শ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
টেস্টকে এগিয়ে নিতে বাংলাদেশকে কোহলির পরামর্শ বিরাট কোহলি-ছবি: সংগৃহীত

কলকাতা থেকে: বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে বিরাট কোহলির তেমন একটা ধারণা নেই। প্রথম শ্রেণির ক্রিকেট নিয়েও নেই কোনো স্বচ্ছ ধারণা। তবে টেস্টে বাংলাদেশের এই পরিণতির জন্য অভিজ্ঞতাকেই দায়ী করেছেন ভারতীয় অধিনায়ক।

কলকাতা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে কোহলি এমনটাই জানান। বাংলাদেশ টেস্ট দল নিয়ে কোহলি বলেন, ‘দলের সবচেয়ে অভিজ্ঞ দুজন ক্রিকেটার ছাড়াই তারা খেলতে এসেছে ।

সাকিব, তামিম নেই। মুশফিক, মাহমুদউল্লাহ আছে, তবে কেবল দুজন অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে একটা দলের কাছ থেকে খুব বেশি কিছু আশা করাটা উচিৎ না। ’

বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে কোহলির মনে কোনো শঙ্কা নেই। তবে দলে টেস্ট ক্রিকেটকে অনুধাবন করার ঘাটতি আছে বলে মনে করেন তিনি,  ‘ বাংলাদেশ দলের দক্ষতা অবশ্যই আছে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে,  যোগ্য বলেই খেলছে। তবে ম্যাচের পরিস্থিতি বোঝা বা কি করে আরও ভালো করতে হয় সেটা বোঝা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা আমি বললাম, বোর্ড ও খেলোয়াড়দেরকে অনুধাবন করতে হবে তাদের কাছে এটার গুরুত্ব কেমন। কেবল মাত্র তখনই আপনি টেস্ট ক্রিকেটে সামনে এগোতে পারবেন। ’

তবে ক্রিকেট বোর্ডের উচিৎ টেস্টের গুরুত্বটা ক্রিকেটারদের বোঝানো। তা না হলে উন্নতি হবে না বলে মত কোহলির, ‘আমি মনে করি, ক্রিকেটারদের ভূমিকা শুধুমাত্র একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে। আপনার ক্রিকেট বোর্ড এটা কিভাবে সামলাচ্ছে, সেটার একটা ভূমিকা থাকে। যদি দক্ষিণ আফ্রিকার দিকে তাকাই, সেখানে কয়েক বছর ধরেই একটা ইস্যু চলছে। আমি নিশ্চিত নই, টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশের বোর্ড কিভাবে আলোচনা করে, কিভাবে এটাকে প্রমোট করা হয় বা কতটুকু গুরুত্ব দেওয়া হয়। ’

শুধু গুরুত্বই নয়, ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের কথা বলেন কোহলি, ‘আমি মনে করি, শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটে শক্তিমত্তার দিকটা অর্থনৈতিক কাঠামোর উপর নির্ভর করে। যদি টেস্ট ক্রিকেটারদেরকে ভালো একটা অর্থনৈতিক নিশ্চয়তা না দেওয়া হয়, তাহলে কিছুদিন পরেই তাদের অনুপ্রেরণার জায়গাটা কমে যাবে। কারণ কিছু ক্রিকেটার আছে যারা ২০ ওভারের খেলায় চার ওভার বোলিং করে আরেকজনের চেয়ে দশ গুণ বেশি অর্থ উপার্জন করছে। ’

কোহলির মতে, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের ‍‍চুক্তিগুলো যদি টেস্টকে প্রাধান্য দিয়ে করে করা হয় তবেই দেশের টেস্ট ক্রিকেট সামনের দিকে এগোবে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।