ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে ‘ভারত-পাকিস্তান’র বন্ধুত্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
অস্ট্রেলিয়ার মাটিতে ‘ভারত-পাকিস্তান’র বন্ধুত্ব ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে নেই দ্বিপাক্ষিক কোনো সিরিজ কিংবা সফর। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে গোলাগুলি আর কূটনৈতিক টানাপোড়নের মধ্যে ক্রিকেটও স্থবির। দুই দেশের সাপে-নেউলে এমন সম্পর্কের মাঝে হৃদয় জয় করে নিয়েছেন ভারতীয় এক ট্যাক্সিচালক।

অস্ট্রেলিয়া সফরে আছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে ভারতের এক ট্যাক্সিচালকের গাড়িতে উঠেছিলেন পাকিস্তানের পাঁচ ক্রিকেটার।

গন্তব্যে পৌঁছে দেওয়ার পর পরিচয় জানতে পেরে সেই ভারতীয় চালক পাকিস্তানি ক্রিকেটারদের কাছ থেকে কোনো টাকা নেননি।

ভারতীয় এই ট্যাক্সিচালকের এমন সৌজন্যবোধ মুগ্ধ করে পাকিস্তানি ক্রিকেটারদের। পরে সেই চালককে নিয়েই রাতের খাবার শেষ করেন ইয়াসির শাহ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিরা।

এবিসি (অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন) রেডিওর সঞ্চালিকা অ্যালিসন মিচেল এই ঘটনা বলেছেন অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ চলাকালীন। প্রেসবক্সে অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসনকে এই ঘটনা বলার পর থেকেই তা ভাইরাল হতে থাকে। তাদের ধারাভাষ্য দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ট্যাক্সিচালকের মুখ থেকেই গল্পটা শোনা হয় অ্যালিসনের। ভারতীয় সেই ট্যাক্সিচালকের ক্যাবই তাকে পৌঁছে দিয়েছিল গাব্বা স্টেডিয়ামে।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে তোলে ৩৩৫ রান। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ৫৮০ রান তোলে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।