ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনি-কোহলি-রোহিত-বুমরাহদের চেয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ধোনি-কোহলি-রোহিত-বুমরাহদের চেয়েছে বিসিবি ছবি: সংগৃহীত

আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ আর বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও ম্যাচ দুটিতে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে বলে জানা যায়।

আর এই দুটি ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলতে ভারতীয় সাত টপ ক্রিকেটারকে অনুমতি দেওয়া হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ম্যাচ দুটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি বাংলাদেশে আসতে চেয়েছেন।

বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া না গেলেও ভারতের গণমাধ্যমে জানানো হয়, ভারতের শীর্ষ পর্যায়ের সাত ক্রিকেটারকে নিয়ে এশিয়া একাদশ সাজানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে। বিসিবি’র অনুরোধের মধ্যে মহেন্দ্র সিং ধোনি ছাড়াও আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা।  

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজনের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, ‘হ্যাঁ, এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের। দুই ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেটারদের অনুমতি পেতে আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করছি। এশিয়ার অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গেও আমাদের কথা চলছে। ’

১৮ ও ২১ মার্চ হতে যাওয়া ম্যাচ দুটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ামানুসারে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।