ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞায় থাকা পুরানকে নিয়ে উইন্ডিজ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
নিষেধাজ্ঞায় থাকা পুরানকে নিয়ে উইন্ডিজ দল ছবি: সংগৃহীত

ভারতের লক্ষ্ণৌতে আফগানিস্তানের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে জেতা সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এবার নামবে ভারতের বিপক্ষে। বিরাট কোহলি-রোহিম শর্মাদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে উইন্ডিজ।

দলের স্কোয়াড ঘোষণার আগেই ক্রিস গেইল ক্যারিবীয়ান বোর্ডকে জানিয়ে দেন, এ বছর ক্রিকেট থেকে বাইরে থাকবেন তিনি। তাকে ছাড়াই ওয়ানডে এবং টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড।

কাইরন পোলার্ডের নেতৃত্বে দুটি সিরিজেই নামবে ক্যারিবীয়ানরা। আগামী ৬ ডিসেম্বর হায়দ্রাবাদে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফ্যাবিয়ান অ্যালেন, দিনেশ রামদিন।

চারটি টি-টোয়েন্টি ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা নিকোলাস পুরানও আছেন স্কোয়াডে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নখ দিয়ে বলে খুটে চার টি- টোয়েন্টিতে নিষেধাজ্ঞা পান তিনি। আফগানদের বিপক্ষে এ কারণে তাকে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে রাখা হয়নি। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাকে পাওয়া যাবে না।

উইন্ডিজ টি-টোয়েন্টি দল: ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, দিনেশ রামদিন, শেরফান রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।

উইন্ডিজ ওয়ানডে দল: সুনিল আমব্রিস, রোস্টন চেস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।