ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমামের ক্যারিয়ারও ওয়ার্নারের দুই ইনিংসের সমান হয়নি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
ইমামের ক্যারিয়ারও ওয়ার্নারের দুই ইনিংসের সমান হয়নি! ছবি:সংগৃহীত

নির্বাচকরা অনেক আস্থা রেখেই দ্বিতীয় টেস্টে হারিস সোহেলকে বসিয়ে ইমাম-উল-হককে দলে নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে তার প্রতিদান তো দিতে পারেননি, উল্টো এখন ট্রলের শিকার হচ্ছেন এই পাকিস্তানি ওপেনার। দুই ইনিংসে তিনি যথাক্রমে ২ ও ০ রানে বিদায় হন।

ইমামের এমন পারফরম্যান্সের পর তাকে একেবারে ধুয়ে দিল ‘আইসল্যান্ড ক্রিকেট’। বরাবরই আলোচনায় থাকা দেশটির ক্রিকেট বোর্ড এবার টুইট করে জানিয়ে দিল, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের শেষ দুই ইনিংসের রান ইমাম তার পুরো ক্যারিয়ারেও করতে পারেননি।

ওয়ার্নার তার শেষ দুই ইনিংসে ৪৮৯ রান করেন। যেখানে অ্যাডিলেডে প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৩৩৫ রান করে অপরাজিত থাকেন। আর ইমাম তার টেস্ট ক্যারিয়ারে ১১ ম্যাচ ও ২১ ইনিংসে মাত্র ৪৮৫ রান করেছেন।

আইসল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান হ্যাশট্যাগ দিয়ে এক টুইটে লিখে, ডেভিড ওয়ার্নার শেষ দুই ইনিংসে যেই রান করেছে, ইমাম-উল-হক তার পুরো টেস্ট ক্যারিয়ারেও তা করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।