ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীতে কিংস, পদ্মা ওয়ারিয়ার্স, রয়েলস ও রাইডার্সের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
রাজশাহীতে কিংস, পদ্মা ওয়ারিয়ার্স, রয়েলস ও রাইডার্সের জয় সিল্ক সিটির জার্সিতে খেলেছেন জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট

রাজশাহী: রাজশাহীতে মাস্টার ক্রিকেট কার্নিভাল (এমসিসি) এর প্রথম খেলায় জয় পেয়েছে কিংস ইলেভেন সিল্ক সিটি, পদ্মা ওয়ারিয়ার্স, রাজশাহী রয়েলস ও রাজশাহী রাইডার্স। শুক্রবার (৬ ডিসেম্বর) উদ্বোধনী দিনে দুই স্টেডিয়ামে চারটি খেলা হয়।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ১ম খেলায় কিংস ইলেভেন সিল্ক সিটি ২ উইকেট হারায় গতবারের চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহীকে। সিল্ক সিটির জার্সিতে খেলেছেন জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।

যদিও ০ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন সিল্ক সিটি। নির্ধারিত ২০ ওভারের ফাইটার রাজশাহী ৯ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে টনি ১৩ বলে ৩২ ও জয় ২৭ বলে ২৭ রান করেন। কিংস ইলেভেনের লালন ৪ ও রফিক ৬ রানে ২টি করে উইকেট লাভ করেন।  

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিংস ইলেভেন। দলের পক্ষে টিংকু সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া শিপলু ৩১ রান করেন। ফাইটারের জামাল ২১ রানে ২ উইকেট লাভ করেন।

এ মাঠে দিনের অপর খেলায় পদ্মা ওয়ারিয়ার্স ২২ রানে হারায় ব্লেজিং বরেন্দ্রকে। টস জিতে পদ্মা ওয়ারিয়ার্সের অধিনায়ক কবীর তুহিন ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওয়ারিয়ার্স ৮ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে তাহের ৪২ বলে ৭৪ রান করেন এবং ব্রাইট ২২ বলে অপরাজিত ৩৬ রান করেন। ব্লেজিং এর মুকুল ও রানা ২টি করে উইকেট নেন।

এদিকে মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে ১ম খেলায় নর্দান টাইটানকে ৫ উইকেট হারায় রাজশাহী রয়েলস। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নর্দান টাইটান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে নর্দান।

দলের টনি ২৮ ও ফরহাদ ২২ রান করেন। রাজশাহী রয়েলস্ এর সাইদ ১৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন। ১২৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৮ ওভারে জয় তুলে নেয় রাজশাহী রয়েলস। দলের পক্ষে সাইদ অপরাজিত ৩৯ রান করেন। নর্দানের মঞ্জু ও সোহেন ২টি করে উইকেট পান।  

দিনের অপর খেলায় রাজশাহী রাইডার্স ২৩ রানে হারায় রাজশাহী চ্যালেঞ্জারকে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজশাহী রাইডার্স। নির্ধারিত ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে রাইডার্স। দলের পক্ষে সৈকত অপরাজিত ৫৩ ও লাব্বু ৩৪ রান করেন। বিপক্ষ দলের মুক্তা ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

১৫০ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে থেমে যায় চ্যালেঞ্জার। ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করেন তারা। দলের পক্ষে সাকিল ২২ রান করেন। রাইডারের ভিকু ১৪ রানে ২ উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।