বিদেশি কোটায় সিলেটের দলে আগেই আসেন উইন্ডিজের শেরফেইন রাদারফোর্ড এবং জনসন চার্লস। শ্রীলঙ্কান জীবন মেন্ডিসের সঙ্গে জায়গা পেয়েছেন আফগান তারকা শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক।
গতবারও সিলেটের দলে খেলেছেন ফ্লেচার। তার আগে খেলেছেন খুলনা টাইটান্সের জার্সিতে। কদিন আগে আবুধাবিতে খেলেছেন বাংলা টাইগার্স এর জার্সিতে। ১৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ১১৫.২৫ স্ট্রাইকরেটে আছে ২৫টি ফিফটির ইনিংস। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে রান করেছেন ৪৩৬৭।
এবার সিলেটের কোচ হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার সাবেক ব্যাটসম্যান হার্সেল গিবসকে। এছাড়া, দলটির প্রধান পরামর্শক হিসেবে থাকছেন কোচ সারোয়ার ইমরান।
সিলেট থান্ডার স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুয়েল মিয়া।
বিদেশি ক্রিকেটার: শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, মোহাম্মদ সামি এবং আন্দ্রে ফ্লেচার।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমআরপি