ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল জার্সির মোড়ক খুললো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
বিপিএল জার্সির মোড়ক খুললো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য উন্মোচন করা হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি।

সোমবার (০৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাজনিন খান, একমির পরিচালক ফাহিম সিনহা, টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুসসহ দলের ক্রিকেটারটা।

আয়োজনে উপস্থিত ছিলেন বিদেশি ক্রিকেটারও। তাদের মধ্যে রায়াদ এমরিদ, রায়ান বার্ল, অভিস্কা ফার্নান্দো উল্লেখযোগ্য।

বিপিএল নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, জুবায়ের হোসেন লিখনসহ এনামুল হক জুনিয়ররা। পুরোদমে মাঠে নেমে নিজেদের ভালোটাই উপহার দেওয়ার প্রত্যাশা তাদের।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট থান্ডার্সের।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরএআর/এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।