ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আজহারপুত্রের সঙ্গে ঘর বাঁধলেন সানিয়ার বোন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
আজহারপুত্রের সঙ্গে ঘর বাঁধলেন সানিয়ার বোন

বেশ কয়েকদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল সাবেক ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিনের সঙ্গে টেনিস তারকা সানিয়া মির্জা বোন আনম মির্জার। তবে কোনো পক্ষই এ বিষয়ে মুখ খুলছিলেন না। গেল সেপ্টেম্বর আসাদউদ্দিন ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তিনি এ বিষয়ে ক্লু দিয়ে লিখেছিলন ‘ব্রাইড টু বি’।

সব গুঞ্জনকে ফ্রেমে বন্দি করে বুধবার হায়দ্রাবাদে মিলে গেল বাইশ গজ আর টেনিস কোর্ট! ঝমকালো আয়োজনে দুপক্ষের উপস্থিতিতে হয়ে গেল গ্র্যান্ড ওয়েডিং। কনের পরনে ছিল পেঁয়াজ রঙের লেহেঙ্গা আর বর আসাদ পরেছিলেন ঘিয়ে রঙের কুর্তা।

তাতে আবার হাল্কা বেগুনি রঙের কাজ। মাথায় পাগড়ি।  
 
...ভারী গয়না, হাত ভর্তি চুড়িতে বোনকে দেখে ছবিতে বেশ উচ্ছ্বসিত দেখা গেল সানিয়া মির্জাকে। আর পুত্রবধূ এবং ছেলেকে দুপাশে নিয়ে ফটোসেশন করতে ভুলেননি আজহানউদ্দিন।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় উচ্ছ্বসিত নেটিজেনেরা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।