ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসি নারী ওডিআই-টি টোয়েন্টি বর্ষসেরা দলে নেই বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আইসিসি নারী ওডিআই-টি টোয়েন্টি বর্ষসেরা দলে নেই বাংলাদেশি আইসিসি নারী বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন এলিস পেরি। ছবি:সংগৃহীত

আইসিসি নারী বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার র‌্যাচেল হেইহো-ফ্লিন্ট অ্যাওয়ার্ড জিতলেন এলিস পেরি। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার আইসিসি নারী বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন।

পেরি গত এক বছর সব ফরম্যাট মিলিয়ে তিনটি সেঞ্চুরি করেছেন। যেখানে নারী অ্যাশেজে ছিল একটি।

১২ ওয়ানডে খেলে ৭৩.৫০ গড়ে তার তুলেছেন। এছাড়া ২১টি উইকেটও নিজে থলিতে পুরেছেন তিনি। সে টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম কোনো নারী খেলোয়াড় যে এক হাজার রান ও ১০০টি উইকেট পেয়েছেন।

বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টির ভিন্ন দুটি ফরম্যাটের একাদশ ঘোষণা করেছে আইসিসি। তবে কোনো ফরম্যাটেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই।

নিচে জয়ী ক্রিকেটারদের নাম দেওয়া হলো:

# আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটারের জন্য র‌্যাচেল হেইহো-ফ্লিন্ট অ্যাওয়ার্ড-এলিস পেরি (অস্ট্রেলিয়া)।

# আইসিসি নারী ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়-এলিস পেরি (অস্ট্রেলিয়া)।

# আইসিসি নারী টি-টোয়েন্টি বর্ষসেরা খেলোয়াড়-অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)।

# আইসিসি নারী বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়-চানিদা সুথ্তিরুয়াং (থাইল্যান্ড)।

আইসিসি নারী বর্ষসেরা ওয়ানডে দল (ব্যাটিং ক্রমে):

১. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক)-অস্ট্রেলিয়া
২. স্মৃতি মান্ধনা-ভারত
৩. তামসিন বিউমন্ট-ইংল্যান্ড
৪. মেগ ল্যানিং (অধিনায়ক)-অস্ট্রেলিয়া
৫. স্টাফানি টেইলর-ওয়েস্ট ইন্ডিজ
৬. এলিস পেরি-অস্ট্রেলিয়া
৭. জেস জোনাসেন-অস্ট্রেলিয়া
৮. শিখা পান্ডে-ভারত
৯. ঝুলন গোস্বামী-ভারত
১০. মেগান স্কাট-অস্ট্রেলিয়া
১১. পুনম যাদব-ভারত

আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল (ব্যাটিং ক্রমে):

১. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক)-অস্ট্রেলিয়া
২. ড্যানিয়েল ওয়াট-ইংল্যান্ড
৩. মেগ ল্যানিং (অধিনায়ক)-অস্ট্রেলিয়া
৪. স্মৃতি মান্ধনা-ভারত
৫. লিজেল লি-দক্ষিণ আফ্রিকা
৬. এলিস পেরি-অস্ট্রেলিয়া
৭. দীপ্তি শর্মা-ভারত
৮. নিদা দার-পাকিস্তান
৯. মেগান স্কাট-অস্ট্রেলিয়া
১০. শাবনিম ইসমাইল-দক্ষিণ আফ্রিকা
১১. রাধা যাদব-ভারত

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।