ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ওয়ানডে ইতিহাসে প্রথমবার দুই অধিনায়কের ‘গোল্ডেন ডাক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ওয়ানডে ইতিহাসে প্রথমবার দুই অধিনায়কের ‘গোল্ডেন ডাক’ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবার একই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ দেখেন দুই অধিনায়ক।

চরম প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে চলছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের দুটি শেষে ১-১ ব্যবধানে সমতা রয়েছে। যেখানে প্রথম ম্যাচে ক্যারিবীয়রা দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ভারত।

বুধবার বিশাখাপত্নমে দু’দলের ব্যাটসম্যানরা মিলে মোট ৬৬৭ রান তোলেন। কিন্তু মুদ্রার ওপর পিঠও দেখা গেছে।

দু’দলের অধিনায়কই এদিন গোল্ডেন ডাক বা প্রথম বলেই বিদায় নিয়েছেন। যা ৪৮ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবার দেখল বিশ্ব।

২০১৯ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কাইরন পোলার্ডের প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন। পরে এই ক্যারিবিয়ান দলনেতা পোলার্ডই আবার নিজের ইনিংসে মোহাম্মদ শামির প্রথম বলে আউট হন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।