ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুর আগেই ছিটকে গেলেন বাভুমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
শুরুর আগেই ছিটকে গেলেন বাভুমা টেম্বা বাভুমা

সাম্প্রতিক সময়ে খুব একটা ভাল অবস্থায় নেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। তার মধ্যে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্ট শুরুর আগে খারাপ খবর শুনতে হচ্ছে প্রোটিয়াদের। নিতম্বে চোট পাওয়ায় ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না টেম্বা বাভুমা। ২৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান মিডল-অর্ডার ব্যাটসম্যান চোট অবশ্য গ্রেড ওয়ানের। 

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, বাভুমাকে অন্তত ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে। সেঞ্চুরিয়ান টেস্টে না থাকলেও চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পাওয়া যেতে পারে।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ০৩ জানুয়ারি, কেপটাউনে।  

বাভুমার পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হচ্ছে এখনও তা জানায়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।