সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যারা রুদ্রমূর্তি ধারণ করেন। রোববার (২২ ডিসেম্বর) অধিনায়ক আজহার ৫৭ ও বাবর ২২ রানে মাঠে নামেন।
আজহারের বিদায়ের পর সেঞ্চুরির দেখা পান বাবরও। এটি তার সাদা পোশাকে চতুর্থ সেঞ্চুরি। তিনি ১৩১ বলে ৭টি চার ও একটি ছক্কায় বরাবর ১০০ রানে অপরাজিত থাকেন। এর আগে তিনি তৃতীয় উইকেট জুটিতে আজহারের সঙ্গে ১৪৮ রানের পার্টনারশিপ গড়েন। বাবরের সঙ্গে ২১ রানে থাকা মোহাম্মদ রিজওয়ানও অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।
অথচ এই টেস্টের প্রথম দুদিনের লাগম কিন্তু শ্রীলঙ্কার হাতেই ছিল। যেখানে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়। আর লঙ্কানরা জবাবে নেমে ২৭১ রানে থেমেছিল। তবে স্বাগতিকদের দাপটে এখন সফরকারী দলটি হারের পথেই ঝুঁকছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এমএমএস