ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতে মিসবাহ’র স্বস্তির নিঃশ্বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
সিরিজ জিতে মিসবাহ’র স্বস্তির নিঃশ্বাস মিসবাহ উল হক।

সিরিজের শেষ টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে আগেই দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আর এক বছরের বেশি সময় পর টি-টোয়েন্টি সিরিজ জেতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। এমনটি জানিয়েছে, দলের কোচ মিসবাহ উল হক।

মিসবাহ বলেন, ‘অবশ্যই আপনি জেতার জন্য খেলেন, আর এটাই সবসময় করা হয়। আমাদের স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

এখন বোঝা যাবে কোথায় আমাদের শক্তির জায়গা ও দুর্বলতা। ’

মিসবার কোচ হয়ে আসার পর পাকিস্তান ঘরের মাটিতে দ্বিতীয় সারির শ্রীলঙ্কান দলের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে। পরে অস্ট্রেলিয়া সফরে হারে ২-০ ব্যবধানে (একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়)। অথচ এ বছরের শেষদিকেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২-০তে সিরিজ জিতে র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখে দলটি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।