ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মডেলের নগ্ন ছবি ফাঁসের হুমকি দিয়ে বিতর্কে পাকিস্তানি শাদাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
মডেলের নগ্ন ছবি ফাঁসের হুমকি দিয়ে বিতর্কে পাকিস্তানি শাদাব

বরাবরই নারী ঘটিত ঘটনার বিতর্কে থাকতে দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। যার সর্বশেষ সংযোজন শাদাব খান। দুবাইর মডেল আশরিনা সাফিয়ার নগ্ন ভিডিও ও ছবি ফাঁস করার হুমকি দিয়ে নতুনভাবে বিতর্কে জড়ালেন তারকা এই স্পিন অলরাউন্ডার।

সাফিয়া তার ইন্সটাগ্রাম পোস্টে জানান, এক পাকিস্তানি সংবাদকর্মী তাদের ব্যাপারে লেখালেখি করার পর, এই সম্পর্ক যাতে প্রকাশ্যে না আসে সেজন্য তার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করার হুমকি দেন শাদাব।

তিনি আরও জানান প্রায় এক বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে।

আর শাদাবের প্রতি অভিযোগ করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক করা হয়েছিল।

সাফিয়া লিখেন, পাকিস্তানি ক্রিকেটার শাদাব খানের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে আমি এবং আমার পরিবার এখন ভুগছি। শাদাব ও আমি ২০১৯ সালের মার্চ থেকে খুব কাছাকাছি যাই, লন্ডনে ওয়ানডে বিশ্বকাপে আমরা আরও ঘনিষ্ঠ হই। আমি তার খেলা দেখতে প্লেনে গায়নায় সিপিএল, বাংলাদেশ ও দুইবাইতে ১৫ হাজার ডলার খরচ করেছি। তবে বাংলাদেশ ও দুবাইতে গিয়ে দেখেছি, সে অন্য মেয়েদের সঙ্গেও সময় কাটিয়েছে। আমি শাদাবকে সব সময় বিশ্বাস করেছি কেননা আমি ওকে যতই দোষ দিই না কেন ও আমাকে ওর কাছে রাখার জন্য এমন কিছু নেই যা করেনি। তবে পরবর্তীতে পাকিস্তানি এক সাংবাদিক আমাদের সম্পর্কের ব্যাপারে লিখলে, আমি যাতে এনিয়ে কোনো কথা না বলি সেজন্য শাদাব বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে আমার নগ্ন ছবি ফাঁস করবে বলে হুমকি দেয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।