ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বোর্ডের কাছে কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে খেলিনি: আকবর 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
বোর্ডের কাছে কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে খেলিনি: আকবর 

বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপের সোনালী ট্রফিটা ঘরে তুলেছে আকবর আলীর দল। 

বিশ্বকাপ জয় ছোট বিষয় নয়। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে বিশ্বজয় করেছে যুবারা।

 

তবে জুনিয়র টাইগারদের অধিনায়ক আকবর অালী জানালেন, বোর্ড থেকে কোনো কিছু পাওয়ার অাশা করে বিশ্বকাপে খেলতে যাইনি তারা।  

সাধারণত ভালো খেললে কিংবা বড় কোনো ট্রফি জিতলে ক্রিকেটারদের নানা পুরস্কার দেওয়া হয়। কিন্তু সেসব কিছুই চিন্তায় ছিল না তাদের।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফিরে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন যুবাদের অধিনায়ক। পাশাপাশি তিনি এও বলেন, আমা আমাদের খেলাটা দিয়ে যেতে চাই। আশা করি ভবিষ্যতেও সমর্থকেরা পাশে থাকবেন।

অধিনায়ক বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে যা পাবো- এর জন্য আগে থেকেই ধন্যবাদ। তবে আমরা সে রকম কোনো প্রত্যাশা নিয়ে খেলতে যাইনি। বিশ্বকাপে যখন খেলতে গিয়েছিলাম প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রথম টার্গেট ছিলো ফাইনাল খেলবো। ফাইনাল খেলার টার্গেট নিয়ে বিশ্বকাপে গিয়েছিলাম।  

‘ফাইনাল খেলেছি এবং সার্থক হয়েছি। আর সমথর্কদের বলবো, সব সময় আপনারা যে সাপোর্টটা দিয়ে এসেছেন সেটাই অব্যাহত রাখবেন। ’

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।