ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ধোনির সঙ্গে তুলনা করাটা বাড়াবাড়ি: আকবর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ধোনির সঙ্গে তুলনা করাটা বাড়াবাড়ি: আকবর

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘরে তুলেছে বাংলাদেশ। গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই ফাইনালে টাইগার যুবাদের জয়টা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আকবর আলী। 

প্রায় হারতে বসা ম্যাচটাকে ঠাণ্ডা মাথায় বের করে নিয়ে এসে দলকে চ্যাম্পিয়ন করেছেন ‘মিস্টার কুল’ আকবর।

পড়ুন>>নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করতে চাই: আকবর

এই ইনিংসটাকে দেখে অনেকে আকবরের মাঝে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছায়া খুঁজে পেয়েছেন! কিন্তু জুনিয়র টাইগারদের অধিনায়ক আকবর নিজেকে ধোনির সঙ্গে তুলনা করাকে বাড়াবাড়ি বলেই মনে করেন।

 

বিশ্বকাপ জয় করে বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফিরে সংবাদ সম্মেলনে এ কথা জানান আকবর।
 
বিনয়ী আকবর বলেন, ‘আসলে এটা একদমই বাড়াবাড়ি। এছাড়া আর কিছু না। মাত্র একটা ইনিংস দেখে আপনি এটা কখনই বলতে পারেন না। আমি এখনও ওই পর্যায়ে যাইনি। ’
 
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।