ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সৌম্য সরকারের বিয়ে ২৮ ফেব্রুয়ারি, পাত্রী খুলনার

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
সৌম্য সরকারের বিয়ে ২৮ ফেব্রুয়ারি, পাত্রী খুলনার সৌম্য সরকার/ফাইল ফটো

সাতক্ষীরা: ২৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। তার হবু বউ খুলনার মেয়ে। বর্তমানে পড়াশোনা করছেন।

সৌম্য সরকারের বাবা ও সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।

যদিও বুধবার গণমাধ্যমকে সৌম্য সরকার নিজেই জানান, ২৬ ফেব্রুয়ারি তার গায়েহলুদ।

আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে। গ্রামের বাড়ি সাতক্ষীরাতেই হবে অনুষ্ঠান।

বিয়ের বিষয়ে সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার বলেন, পাত্রী খুলনার। আলোচনা চলছে। ফাইনাল হলেই কেবল নাম বলা যাবে, আগে নয়।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।