ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপজয়ী মেডেল হারিয়ে জোফরা আর্চারের পাগল অবস্থা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
বিশ্বকাপজয়ী মেডেল হারিয়ে জোফরা আর্চারের পাগল অবস্থা জোফরা আর্চার।

গত ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিক দলে চমক ছিলেন জোফরা আর্চার। আর এই চমকই ইংলিশদের প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে সেই আসরের একটি মূল্যবান স্মারক হারিয়ে ফেলেছেন আর্চার। বিশ্বকাপজয়ী মেডেল হারিয়ে আর্চারের এখন পাগল প্রায় অবস্থা। প্রতিদিন মেডেলটি খুঁজে যাচ্ছেন তিনি।

২০১৯ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে আর্চারের অভিষেক হয়। আর সে বছরই ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডের নাগরিত্ব পেয়ে বিশ্বকাপে সুযোগ পান।

পরে নিজ দলের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট নিয়ে শিরোপা জেতাতে সাহায্য করেন।

তবে বিবিসি রেডিওতে দুঃখজনক এক ঘটনা শোনালেন আর্চার। তিনি বলেন, ‘একজনের এঁকে দেওয়া আমার ছবির ওপর আমি সেই মেডেলটি রেখেছিলাম। তবে পরে আমি আমার বাসা বদল করি, তবে নতুন দেয়ালে ছবি থাকলেও মেডেলটি আর নেই। আমি গত এক সপ্তাহ ধরে মেডেলটি খুঁজছি, তবে এখনও পাইনি। ’

তিনি আরও বলেন, ‘আমি জানি মেডেলটি এই বাসাতেই কোথাও আছে, আমি এটি খুঁজে যাচ্ছি। তবে এটি খুঁজতে খুঁজতে আমার পাগল প্রায় অবস্থা। ’

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।