ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অসহায় ৯১জন অ্যাথলেটকে আর্থিক অনুদান দিলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
অসহায় ৯১জন অ্যাথলেটকে আর্থিক অনুদান দিলেন তামিম তামিম। ফাইল ফটো

করোনা ভাইরাস সংক্রমণে দেশের বর্তমান পরিস্থিতি বেশ নাজুক। অসহায় মানুষদের অবস্থা তো করুণ। এই কঠিন সময়ে অনেকেই নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালও দেশের দুস্থ অ্যাথলেটদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ৯১জন অ্যাথলেটকে নিজ উদ্যোগে আর্থিক সাহায্য দিয়েছেন তিনি।

চলতি মাসেই তামিম একজন তরুণ স্প্রিন্টার ও ফুটবল ক্লাব টিম বিজেএমসি থেকে চাকরি হারনো খণ্ডকালীন ফুটবলার সামিউল ইসলামকে আর্থিক সহায়তা করেছেন, যিনি খাদ্য কষ্টে দিন পার করছিলেন। শুধু সামিউলকে নয় তামিম গত ৩-৪ দিনে এমন কষ্টে থাকা ৯১ জন ক্রীড়া ব্যক্তিত্বকে সরাসরি আর্থিক সহায়তা দিয়েছেন।

এদের মধ্যে অনেকেই সাঁতার, জিমন্যাস্টিকস, সাইক্লিস্ট, ফুটবল, ক্রিকেট, কাবা, উশু ও হকি খেলোয়াড়ও রয়েছেন। শুধু মাত্র খেলোয়াড় না কোচদেরও সাহায্য করেছেন তিনি।

বাংলাদেশের সাঁতারু মাহফুজা আক্তার শিলা বলেছেন, ‘আমি অনেক বছর ধরে ক্রীড়া জগতে রয়েছি, কিন্তু এই ধরনের কোনো ক্রীড়া ব্যক্তিত্ব কখনোই দেখি নাই যে একসঙ্গে এতোগুলো ডিসিপ্লিনের খেলোয়াড়দের একযোগে সাহায্য করছেন। বর্তমান পরিস্থিতিতে যে-ই বিপদে পড়েছে তাকেই সাহায্য করেছেন। তামিম ভাই এমন অনেক পরিবারকে বিপদ থেকে উদ্ধার করেছেন। ’

বসুন্ধরা কিংসের ফুটবলার তৌহিদুল আলম সবুজ তামিমের হয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি আজ পযন্ত এমনটা কথনোই দেখিনি যে, এক গেমসের খেলোয়াড় আরেক গেমসের খেলোয়াড়দের সাহায্য করছে। শুধু তাই নয় নিজের নামটাও গোপন রাখতে চাইছে। বড় মনের মানুষ ছাড়া এই ধরনের কাজ করা যায় না। ’

নাম প্রকাশে অনিচ্ছুক এক হকি খেলায়াড় বলেন, ‘আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে, সেহরি ও ইফতারি কিনবো সেই টাকাও ছিল না। তামিম ভাইয়ের এই উপকারের কথা কোনো দিন ভুলতে পারবো না। ’

বাংলাদেশ গেমসে সোনাজয়ী উশু খেলোয়াড় রাজিয়া সুলতানাও তামিমের কাছ থেকে অপ্রত্যাশিত সহায়তা পেয়ে বেশ খুশি, ‘আমাকে একজন টাকা পাঠিয়েছে এবং বলেছে যে এটা তামিম ভাইয়ের পক্ষ থেকে উপহার। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তামিম ভাইকে অনেক ধন্যবাদ। ’

এমন অনেক অ্যাথলেটকে আর্থিক সহযোগিতা করেছেন তামিম। কিন্তু নিজের নামটা প্রকাশ করতে চাননি তিনি। তবে যারা সহযোগিতা পেয়েছেন তারা তো কৃতজ্ঞতা প্রকাশ করবেনই।

কঠিন এই সময়ে উপকারীর কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন হকি খেলোযার বলেছেন, ‘আমি কষ্টে আছি, তবুও এখন পর্যন্ত হকির কেউ আমার জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসেনি। তামিম ঠিকই এগিয়ে এলো। তাহলে তার কথা কেন বলবো না!’

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।