ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের বিতর্কে সাব্বির, এবার পরিচ্ছন্নতাকর্মীকে চড় মারলেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ৩১, ২০২০
ফের বিতর্কে সাব্বির, এবার পরিচ্ছন্নতাকর্মীকে চড় মারলেন সাব্বির রহমান। ফাইল ফটো

রাজশাহী: তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুমন এবার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক পরিচ্ছন্নতাকর্মীকে চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগরীর বেলদারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই কাণ্ড ঘটান তিনি।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, 'বয়স কম। ছোট মানুষ, পরিচ্ছন্নতাকর্মীক চড়-থাপ্পড় মেরেছেন বলে শুনেছি।

থানার টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে। স্থানীয়রাও বিষয়টি ফোন করে জানিয়েছেন। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বিকেলে সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে আবর্জনা তুলছিলেন বাদশা নামের রাসিকের একজন পরিচ্ছন্নতাকর্মী। সেই সময় সাব্বির গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছিলেন। কিন্তু ভ্যানের কারণে ঢুকতে পারছিলেন না। তিনি বাদশাকে দ্রুত ভ্যান সরাতে বলেন। কিন্তু দেরি হওয়ায় ওই পরিচ্ছন্নতাকর্মীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর গাড়ি থেকে নেমেই হঠাৎ তার গায়ে হাত তোলেন। তিনি ওই পরিচ্ছন্নতাকর্মীকে চড়-থাপ্পড় মারতে থাকেন।

সাব্বিরকে না চিনে পরিচ্ছন্নতাকর্মীও উত্তেজিত হয়ে পড়েন। জড়ো হয় আশপাশের মানুষ। সেই সময় সড়ক দিয়ে বোয়ালিয়া থানার টহল পুলিশ যাচ্ছিল। তারা গিয়ে সাব্বিরকে শান্ত করেন। এরপর পরিচ্ছন্নতাকর্মী বাদশা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে গিয়ে অভিযোগ দেন। পরে কাউন্সিলর থানার ওসিকে ফোন করে বিষয়টি মীমাংসা করে দিতে চান।

তবে রোববার সন্ধ্যায় বক্তব্যের জন্য ক্রিকেটার সাব্বির রহমানকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে মহানগরীর ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আজিম বলেন, 'ক্রিকেটার সাব্বির বাংলাদেশের একজন তারকা খেলোয়াড়। সে যেটি করেছে অত্যন্ত গর্হিত একটি কাজ করেছে। তার বাবার বয়সের সেই কর্মচারিকে গালে ৩টি চড় মেরেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আমি নিজে দায়িত্ব নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের বাড়িতে পাঠিয়েছি। পরে আমার ওয়ার্ডের সচিবকে দায়িত্ব দিয়েছে বিষয়টি মীমাংসার জন্য। রাতেই উভয়ের মধ্যে বিষয়টি মীমাংসা হবে বলে আশা করি'।

এদিকে সমালোচনা যেন সাব্বির রহমান রুমনের পিছু ছাড়ছেই না। মাঠে ও মাঠের বাইরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ইতোমধ্যেই নিজেকে বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাডবয়’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই ড্যাশিং ব্যাটসম্যান।

সাব্বির এর আগেও কাণ্ড ঘটিয়েছিলেন রাজশাহীতে। ২০১৭ সালের ডিসেম্বরে রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালে মাঠের বাইরে এক দর্শককে লাঞ্ছিত করেন তিনি। ফলে ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞাসহ সাব্বিরকে নগদ ২০ লাখ টাকা জরিমানা করে ক্রিকেট বোর্ড।

এর পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ড্রেসিং রুমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথা কাটাকাটি হয় সাব্বিরের। এক পর্যায়ে মিরাজের গায়েও হাত তোলেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার! এ কারণে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন।

এছাড়া ২০১৬ সালের বিপিএলে প্রথম বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সাব্বির রহমান সংবাদের শিরোনাম হয়েছিলেন। চট্টগ্রামের টিম হোটেলে নিজ কক্ষে নারী অতিথি নিয়ে যাওয়ায় চুক্তির ৩০ ভাগ (১২ লাখ) টাকা জরিমানা গুনেছেন তখন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ৩১, ২০২০
এসএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।