ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ১, ২০২০
বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া

বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় এই অলরাউন্ডার ও তার স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের ঘরে সন্তান আগমনের খবর ইন্সটাগ্রামের এক ঘোষণার মাধ্যমে জানান তিনি নিজেই।

অন্ত:সত্ত্বা নাতাসার একসঙ্গে একটি ছবি পোস্ট করেন হার্দিক। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘নাতাসা ও আমি একসঙ্গে চলেছি এবং আমাদের এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে।

আমরা খুব দ্রুতই নতুন একজনকে আমাদের জীবনে স্বাগত জানাতে যাচ্ছি। আমাদের নতুন এই পর্বের জন্য আমরা রোমাঞ্চিত। ’

এর আগে গত ১ জানুয়ারি আরেকটি ইন্সটাগ্রাম পোস্টে নাতাসার সঙ্গে বাগদানের খবর জানিয়েছিলেন হার্দিক।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের ২০১৬ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল। তিনি এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১১টি টেস্ট, ৫৪টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।