ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লালা নিষিদ্ধের ফলে বোলাররা ‘রোবট’ হয়ে যাবে: ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ১১, ২০২০
লালা নিষিদ্ধের ফলে বোলাররা ‘রোবট’ হয়ে যাবে: ওয়াসিম ওয়াসিম আকরাম।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভবিষ্যতে বোলাররা বল শাইন করতে লালা বা থুতু আর ব্যবহার করতে পারবে না। এর ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। তবে এমন আইন মেনে নিতে পারছেন না ওয়াসিম আকরাম। তার মতে এর ফলে বোলাররা ‘রোবট’ হয়ে যাবে।

পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী এই সুইং মাস্টার মনে করেন, বোলাররা শুরুর দিকে কোনো সুইং পাবে না। আর তাদের বল পুরোনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘এটা বোলারদের রোবট বানিয়ে দেবে। বোলাররা বল করবে, তবে তাতে সুইং হবে না। ’

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা অবশ্য বলে ঘাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়নি। তবে সাবেক পাকিস্তান অধিনায়ক জানান, বলে সুইং আনতে ঘাম পুরোপুরি কাজ করে না।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ১১, ২০২০
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।