ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফর বাতিল করল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুন ১২, ২০২০
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফর বাতিল করল ভারত ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস মহামারির কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফর বাতিল করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

চলতি বছরের ২৪ জুন শ্রীলঙ্কা সফর করার কথা ছিল টিম ইন্ডিয়ার। এই সফরে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল কোহলিবাহিনীর।

এরপর আগস্টের ২২ তারিখ থেকে ৩ ওয়ানডের সিরিজ খেলার জন্য ভারতের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল। দুই সফর বাতিলের খবর নিশ্চিত করেছে বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বিসিসিআই সচিব জয় শাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে আসন্ন দুই সিরিজ বাতিলের পাশাপাশি কোহলিদের অনুশীলনে ফেরা নিয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিসিআই। করোনা সংক্রমণ ঠেকাতে এখনই অনুশীলন শুরু করা হবে না বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে বিবৃতিতে। পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই কেবল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনুশীলন শুরু হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।