ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সুস্থ হয়ে উঠছেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০২০
সুস্থ হয়ে উঠছেন শহীদ আফ্রিদি শহীদ আফ্রিদি/ ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই নিজেকে ঘরবন্দি রেখেছেন শহীদ আফ্রিদি। কিন্তু এই সময়টায় সামাজিক যোগাযোগের মাধ্যমে তার অনুপস্থিতির সুযোগে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সাবেক পাকিস্তানি অধিনায়কের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই ভক্তদের স্বস্তি দিয়ে এই অলরাউন্ডার জানিয়ে দিলেন, সুস্থ হয়ে উঠছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ভিডিও বার্তায় ভক্তদের আফ্রিদি জানিয়েছেন, তার স্বাস্থ্য সংক্রান্ত নেতিবাচক খবরগুলো সব গুজব। তবে তিনি এটাও জানিয়েছেন, করোনা পজিটিভ হওয়ার পর প্রথম ২-৩ তিন কিছুটা সমস্যা হয়েছে তার।

তবে এরপর থেকে ক্রমেই তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ অবস্থায় তাকে নিয়ে ভক্তদের দুশ্চিন্তা না করার অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজেদের করোনামুক্ত রাখার ব্যবস্থা গ্রহণের দিকে সবাইকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) শারীরিকভাবে অসুস্থ বোধ করার পর গত শনিবার (১৩ জুন) করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানান আফ্রিদি। এবার নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমার স্বাস্থ্য সংক্রান্ত অনেক গুজব ছড়িয়ে পড়া দেখে আমি এই ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ২-৩ দিন সত্যিই কঠিন ছিল কিন্তু গত কয়েকদিন ধরে অবস্থার উন্নতি হচ্ছে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপিনি নিজে যদি এই রোগের বিরুদ্ধে লড়াই না করেন, তাহলে এটাকে হারাতে পারবেন না। দিনগুলো আমার জন্য সত্যিই কঠিন। ’

‘আমি জানতাম করোনায় আক্রান্ত হবো’

ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন আফ্রিদি। বললেন, নিজ সন্তানদের জড়িয়ে ধরা কিংবা তাদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলোকে খুব মিস করছেন। তিনি আরও বললেন, তিনি জানতেন যে একদিন করোনায় আক্রান্ত হবেন। কারণ, মহামারি শুরুর পর থেকেই নিজের প্রতিষ্ঠিত ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’র মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ছুটে বেড়িয়েছেন তিনি।  

আফ্রিদি বলেন, ‘৮-৯ দিন যাবত আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, নিজের সন্তানদের দেখভাল করতে না পারা, তাদের আদর এবং জড়িয়ে ধরা সম্ভব হছে না। আমি আমার সন্তানদের খুব মিস মরছি। কিন্তু নিজেকে এবং বাকি সবাইকে করোনামুক্ত রাখতে এছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমি দাতব্য কাজে সম্পৃক্ত ছিলাম, ফলে আক্রান্ত যে হবো তা আগে থেকেই জানতাম। সৌভাগ্যবশত আমি আগে আক্রান্ত হইনি, কারণ শুরুতে এমন হলে আমি হয়তো মানুষকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করতে পারতাম না। ’

করোনা আক্রান্ত আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আফ্রিদি বলেন, ‘আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ। পাকিস্তান এবং পাকিস্তানের বাইরে থেকে অসংখ্য মানুষ যেভাবে আমার জন্য দোয়া করেছেন তাতে আমি কৃতজ্ঞ। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমএইচএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।